Salwar kameez unique design

by touchfits.teamup88.com

Salwar kameez unique design

সালোয়ার কামিজ(salwar kamiz) বাংলাদের এর একটি ঐতিহ্যবাহি পোশাক। বহু যুগ ধরে বাঙালি নারীরা বিভিন্ন ধরনের সালোয়ার কামিজ পরিধান করে। তারা বিভিন্ন ডিজাইন(design) করে সুন্দর আকৃতি দেয়। আশেপাশের দেশও এই পোশাক পরার প্রচলন আছে। বিশেষ করে পাকিস্তানি নারীরা এই পোশাক বেশি ব্যবহার করে। এই পোশাক অনেক কম্ফোর্টটেবল।সামার(summer) এ এই পোশাক পরলে বেশ আরাম দায়ক শান্তি ফীল হয়। পাকিস্তানী কিছু সালোয়ার কামিজ এর নাম হলো-,আগনুর(Agha noor) ,সেলাই(Shelai) ,আফরোজহে(Afrozeh),লাম(Laam)।এছাড়াও বাংলাদেশ এ কিছু সুনামধণ্য ব্র্যান্ড(brand) এর নাম রয়েছে। সেগুলো হলো- আড়ং(Aarong),লি রেভা(Le Reve), কাট ক্রাফট(Ket kraft),ফড়িং(Foring)।