Salwar kameez hata design

by touchfits.teamup88.com

Salwar kameez hata design

সালোয়ার কামিজ এর হাতের ডিজাইন এর উপর পুরা কামিজ এর লুক নির্ভর করে। বর্তমানে অনেক ধরনের হাতের ডিজাইন trand এ আছে।যেমন সোজা হাতা, ঘন্টা হাতা এগুলা এগুলা ক্লাসিক লুক দেয়। ঘন্টা হাত কামিজ এর দিক এ ছড়ানো থাকে।আবার বিশপ হাতা, প্রজাপতি হাতা, অফ সোল্ডার হাতা, রেগনাল হাতা,কোল্ড সোল্ডার হাত।এগুলো stylishহয়ে থাকে।প্রজাপতি হাতা ছোট এবং ঢেউ একে মতো হয়ে থাকে। বিশপ হাতা কাঁধে পূর্ণ এবং কামিজ একটু কাফ দিয়ে কুচি থাকে| অফ সোল্ডার হাতা বর্তমানে অনেক trend এ চলে। এগুলো কাঁধের দিকে নিচু থাকে।একটি অন্য রকম স্টাইলিস লুক দেয়।কোল্ড সোল্ডার কাঁধে কাটা অংশ থাকে। এগুলো স্টাইলিশ এবং ফ্যাশন লুক দেয়।এছাড়াও কামিজ কে আরো গর্জিয়াস করার জন্য এমব্রয়ডারি করা হাতা যায়। হাতায় বিভিন্ন পাথর বসিয়ে কাজ করা যায় যাতে একটু ডিফারেন্ট লাগে।আবার হাতা লেইস এর কাজ করানো যায়। বিভিন্ন লেইস দিয়ে অন্য রকম লুক দেয়া যায়।