Touch Fits

by touchfits.teamup88.com

Touch Fits

আমি একেবারেই নতুন একজন ব্যবসায়ী। আমি মেয়েদের কাপড় নিয়ে ব্যবস্যা করার অনুপ্রেরণা আমার মায়ের কাছ থেকে পেয়েছি। ছোটবেলা থেকে মা এবং বোন কে ঘরে বসে তাদের নিজেদের জামাকাপড় বানানো দেখতে দেখতে মেয়েদের জামাকাপড় সম্পর্কে ধারণা এবং আগ্রহ তৈরী হয়। ২০১৩ সালে আমি প্রথম কাপড় এর ব্যবসায় আসার জন্য আমার পরিচিত এক খালুর কাছে সহযোগিতা চাই কিন্তু উনি আমাকে দীর্ঘ ৬ মাস ঘুরানোর পর বুঝিয়ে দেয় যে কাপড় এর ব্যবসা আমার জন্য নয়। ২০১৩ থেকে করোনা অব্দি আমি আর এই ব্যবস্যার পথে পা বাড়াইনি। ২০২৪ সালের ৮ ই অগাস্ট আমার বোন মারা যায়। একই বছর সেপ্টেম্বর মাসে আমার মা আমায় আমার বোন এর শেষ ইচ্ছা পূরণ করার কথা বলে। তখন থেকে আমি নারায়ণগঞ্জ এর আড়াই হাজার ফ্যাক্টরিগুলিতে যাতায়াত শুরু করি এবং ২০২৫ সালের এপ্রিল মাসে আমার মা এবং বোন এর ইচ্ছা পূরণ হিসেবে টাচ ফিট কাপড়ের ব্যবসা সফল ভাবে শুরু করি।